ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আলাস্কায় ৬.৪ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:৪১ এএম, ১৩ আগস্ট ২০১৮

আলাস্কায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪। রোববার আলাস্কার প্রত্যন্ত অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে।

সিএনএনের এক খবরে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চলীয় ঢালে আঘাত হানা ভূমিকম্পটিতে কোন ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ওই অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পের মধ্যে এটিই সর্বশেষ শক্তিশালী ভূমিকম্প বলে রেকর্ড করা হয়েছে। এর আগে ১৯৯৫ সালে ৫ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ এবং ভূমিকম্প কেন্দ্রের তথ্য অনুযায়ী, রোববারের ভূমিকম্পটি আঘাত হানার পর বেশ কয়েকবার পরাঘাত (আফটার শক) অনুভূত হয়েছে।

টিটিএন/জেআইএম

আরও পড়ুন