পশ্চিমবঙ্গে অনুপ্রবেশে ১৫ বাংলাদেশি আটক
অবৈধভাবে ভারতে প্রবেশে ১৫ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। সম্প্রতি কলকাতা লাগোয়া জেলা উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের ভারত-বাংলাদেশ দুটি সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা করা হয়েছে।
আটকদের মধ্যে পাঁচ জন নারী, দুই শিশু এবং বাকিরা পুরুষ বলে জানা গেছে। পুলিশ জানায়, শুক্রবার সাতক্ষীরা-পশ্চিমবঙ্গ সীমান্তের গোজা ডাঙা-ভোমরা বিওপি থেকে চারজনকে আটক করে বিএসএফ। পরে তাদের পুলিশের হাতে তুলে দেয়া হয়।
একইভাবে স্বরূপনগরের বাংলাদেশ সীমান্ত থেকেও বিএসএফ ১১ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আটকদের প্রত্যেকের বাড়ি সাতক্ষীরা, ঝিনাইদহে। মুম্বাই, দিল্লিতে দিনমজুরের কাজ করতে কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল বলে জানা গেছে।
এমআরএম/জেআইএম