স্পেনে তীব্র দাবদাহে ৯ জনের মৃত্যু
এক সপ্তাহে স্পেনে তীব্র দাবদাহে ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দেশে তাপমাত্রা নতন রেকর্ড করেছে।
আঞ্চলিক স্বাস্থ্য বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, গত বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৬৬ বছর বয়সী এক ব্যক্তি হিট স্ট্রোকে মারা যান।
ওই মুখপাত্র জানিয়েছেন, এর দু’দিন পরেই হিট স্ট্রোকে ৭৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। চলতি সপ্তাহে স্পেনের তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
কাতালোনিয়ার উত্তরপ্রদেশে আশ্রয়হীন তিনজনের মৃত্যু হয়েছে। গত সপ্তাহে রাস্তা নির্মাণে কাজ করা এক শ্রমিক এবং কারাগারে বন্দী থাকা একজন হিট স্ট্রোকে প্রাণ হারিয়েছেন।
পুরো ইউরোপজুড়েই তাপমাত্রা বেড়ে গেছে। গ্রীষ্মের দাপট এতটাই বেড়েছে যে বাসিন্দারা অতিষ্ঠ হয়ে উঠেছেন।
টিটিএন/পিআর