ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পাকিস্তানকে ২শ’ কোটি ডলার ঋণ দিচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:০৩ এএম, ০৬ আগস্ট ২০১৮

সাধারণ নির্বাচনের পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খান। এর মধ্যে পাকিস্তানকে ২শ’ কোটি ডলার ঋণ দিতে রাজি হয়েছে চীন।

পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্র জানাচ্ছে, চীন থেকে ২শ’ কোটি ডলার ঋণ পেলে তা বৈদেশিক মুদ্রার তহবিলকে মোটাতাজা করবে। শুধু তাই নয়, পাকিস্তানের রিজার্ভ এক হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে এবং দেশটির মুদ্রার ওপর চাপ কমবে।

পাকিস্তানকে এ ঋণ দেয়ার মাধ্যমে নতুন সরকারের সঙ্গে চীন তার বন্ধুত্ব ও কর্তৃত্ব ধরে রাখার পথ বেছে নিলো বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, বেইজিংয়ের বিপুল পরিমাণ বিনিয়োগ রয়েছে ইসলামাবাদে। পাকিস্তানের নতুন সরকারকে অর্থনৈতিকভাবে স্বচ্ছল করবে চীনের এ ঋণ সহায়তা। সূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

আরএস/জেআইএম

আরও পড়ুন