আসছে উড়ন্ত ট্রেন (ভিডিও)
জেমস বন্ড সিরিজের চলচ্চিত্রে চোখ ধাধাঁনো কাল্পনিক অত্যাধুনিক সব প্রযুক্তির ব্যবহার দেখা যায়। জেমস বন্ড চলচ্চিত্রের প্রযুক্তিবিদ খ্যাত কোয়ার্টারমাস্টার (কিউ) বন্ড এজন্য বিখ্যাত। এবার সেই কাল্পনিক সব প্রযুক্তির বাস্তব রূপ দিতে যাচ্ছেন প্রযুক্তিবিদরা।
ফ্রান্সের প্রযুক্তি কোম্পানি আক্কা টেকনোলজি বলছে, তারা এমন এক ধরনের ট্রেন তৈরি করছেন যা প্রয়োজনীয় মুহূর্তে উড়াল দিতে পারবে। আক্কা বলছে, বিমান রানওয়েতে অবতরণের পর সেখানে যাত্রীদের জন্য একটি ট্রেনের বগি চলে আসবে। ট্রেনের ওই বগিতে থাকবে যাত্রীদের বসার আসন। অপর কক্ষে থাকবে প্রাইভেটকার।
যাত্রীরা ট্রেনে উঠার পরপর সেটি স্বয়ংক্রিয় উপায়ে বিমানের সঙ্গে যুক্ত হবে। যাত্রীর নিজস্ব গন্তব্যে পৌঁছে দেয়ার জন্য রেললাইন ধরে ছুটবে এই বিমানট্রেন। আক্কার প্রধান নির্বাহী কর্মকর্তা মওরিস রিসসি বলেছেন, বিমানবন্দরে যাত্রীদের নিয়ে যাওয়ার সময় নিরাপত্তার স্বার্থে সবার চোখের রেটিনা স্ক্যান করা হবে।
উড়ন্ত এই ট্রেনের একটি থ্রিডি ভিডিও প্রকাশ করেছে আক্কু টেকনোলজিস। ভিডিওতে দেখুন...
এসআইএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ শেখ হাসিনার প্রত্যর্পণের চিঠি গ্রহণ করেছে ভারত
- ২ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ৩ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৪ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৫ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা