ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

হাসপাতালের আইসিইউতে জীবন্ত মাছের লাফালাফি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১:০৯ এএম, ৩১ জুলাই ২০১৮

মাছ শীতল রক্তের প্রাণী। এরা পানি ছাড়া বাঁচতে পারে না। অর্থাৎ জলাশয়ই এদের একমাত্র আবাসস্থল। তবে এবার যেন ঘটল ব্যতিক্রম ঘটনা। ভারতের বিহারে নালন্দা মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দেখা মিলছে জীবন্ত মাছের লাফালাফি। তারা পানিতে সাঁতরিয়ে বেড়াচ্ছে।

india

মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ সীতারাম প্রসাদ জানান, রোববার ভারী বর্ষণে পাইপ বেয়ে পানি ঢুকে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

india

পাকিস্তানভিত্তিক দ্য এক্সপ্রেস ট্রিবিউনের একটি প্রতিবেদনে বলা হয়, বর্ষা মৌসুমে ভারী বর্ষণজনিত সৃষ্ট বন্যায় চলতি বছরে মে থেকে এ পর্যন্ত ৫৪৫ জনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিহারে ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া বন্যায় এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে ১০ লাখ মানুষ। বন্যার পানি ঢুকে ও দেয়াল ধসে পড়ে কয়েক হাজার অফিস ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যমুনা নদীতে পানি বেড়ে বিপদসীমা অতিক্রম করায় দিল্লীসহ অন্যান্য রাজ্যে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে যমুনা তীরবর্তী ৩ হাজার বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

এসআর/জেআইএম

আরও পড়ুন