পাকিস্তানের পার্লামেন্টের প্রথম হিন্দু এমপি
প্রথম হিন্দু হিসেবে পাকিস্তানের পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছেন মহেশকুমার মালানি। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) হয়ে সিন্ধ প্রদেশের একটি আসনে তিনি এক লাখেরও বেশি ভোট পেয়েছেন নির্বাচিত হয়েছেন।
পাকিস্তানের নির্বাচনে সংখ্যালঘুদের প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার ছিল না। শুধুমাত্র সংরক্ষিত আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী হয়েই দেশটির সখ্যালঘুরা সংসদে যাওয়ার সুযোগ পেতেন।
কিন্তু ২০০২ সালে পাকিস্তানের সংবিধানে সংশোধন এনে সংখ্যালঘু সম্প্রদায়কে নির্বাচনে লড়াইয়ের সুযোগ করে দেন তৎকালীন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ। তারপর গত ১৬ বছরে এই প্রথম পাক পার্লামেন্টে গেলেন কোনো হিন্দু প্রার্থী।
মহেশকুমার মালানি নামের নবনির্বাচিত ওই সংসদ সদস্য সিন্ধু প্রদেশের বাসিন্দা। দীর্ঘদিন ধরে পাক রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তিনি। ২০০৩ থেকে ২০০৮ পর্যন্ত পাক সংসদে সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসনে মনোনীত সাংসদ ছিলেন মহেশকুমার মালানি। তার আগে সিন্ধের প্রাদেশিক সভায় বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির সদস্য ছিলেন তিনি।
এসআইএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার