থাইল্যান্ডে ভূমিধসে নিহত ৭
ভারী বর্ষণের পর সৃষ্ট ভূমিধসে থাইল্যান্ডের উত্তরাঞ্চলে অন্তত সাতজনের প্রাণহানি ঘটেছে। শনিবারের এই ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরো একজন। দেশটির সরকারি এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
বো ক্লুয়া জেলার নিরাপত্তা কর্মকর্তা প্রাসিত দুসাদিওং বলেন, হতাহতদের সবাই পার্বত্য অঞ্চলের ন্যান প্রদেশের বো ক্লুয়া জেলার বাসিন্দা। ওই এলাকায় ভূমিধসে বাড়ি-ঘর এবং রাস্তাঘাটও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, দুই সপ্তাহ ধরে ভারী বর্ষণের কারণে এই ভূমিধসের ঘটনা ঘটেছে। আমরা এ ধরনের ধসের ব্যাপারে লোকজনকে সতর্ক করেছি। কিন্তু তারা যে এমন বিপর্যয়ের মুখোমুখি হবেন সেটির প্রত্যাশা ছিল না।
বর্ষাকালে মে এবং নভেম্বর মাসে সাধারণত থাইল্যান্ডে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। এর আগে ২০১১ সালে এক ভয়াবহ বন্যায় দেশটিতে ৯ শতাধিক মানুষের প্রাণহানি ঘটে; যা দেশটির শিল্প প্রতিষ্ঠান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও মারাত্মক প্রভাব ফেলে।
সূত্র : রয়টার্স।
এসআইএস/জেআইএম