১১৭ বছর বয়সে মারা গেলেন তিনি
জাপানের চিও মিয়াকো। যুক্তরাজ্যের মিরর পত্রিকা তাকে আখ্যায়িত করেছে পৃথিবীর সবচেয়ে বযস্ক মানুষ হিসেবে। সেই চিও মিয়াকো আর বেঁচে নেই।
মিররের প্রতিবেদনে বলা হয়েছে, গেল রোববার মারা যান তিনি। মাত্র কয়েক দিন আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষের স্বীকৃতি পেয়েছিলেন তিনি।
১৯০১ সালের ২ মে জন্ম মিয়াকোর। ক্যালিগ্রাফিতে ব্যাপক আগ্রহ ছিল তার।
মিয়াকো ভ্রমণ করতে খুবই পছন্দ করতেন। তার স্বামী সোজি রেলবিভাগে চাকরি করতেন।
মিয়াকো মনে করতের খাদ্যাভ্যাসই তাকে বহুদিন বেঁচে থাকতে সাহায্য করেছে। এ ছাড়া কখনও ধূমপান না করাটাকেও একটা কারণ বলে মনে করতেন তিনি।
মিয়াকোর আগে জাপানেরই আরও একজন পৃথিবীর সবচেয়ে বেশি বয়সী জীবিত মানুষের স্বীকৃতি পেয়েছিলেন। তিনি হলেন কেন তানাকা (১১৫)। ১১২ বছর বয়স নিয়ে জাপানের আরও একজন পেয়েছিলেন একই স্বীকৃতি।
সূত্র : মিরর।
এনএফ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মুক্তি পেলেন ইরানে অর্ধনগ্ন হয়ে প্রতিবাদ জানানো সেই তরুণী
- ২ হাইতির রাজধানীতে সংঘর্ষে ২৮ ‘সন্ত্রাসী’ নিহত
- ৩ যুক্তরাষ্ট্র সহায়তা বন্ধ করলে যুদ্ধে হারবে ইউক্রেন: জেলেনস্কি
- ৪ কলকাতা পুলিশের একাংশ দুর্নীতিগ্রস্ত-অপরাধী: পশ্চিমবঙ্গের রাজ্যপাল
- ৫ কিয়েভে যুক্তরাষ্ট্রের কর্মী-নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ