ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

কাশ্মীরে গোলাগুলিতে তিন ‘জঙ্গি’ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:৩০ এএম, ২২ জুলাই ২০১৮

জম্মু-কাশ্মীরের কুলগাম জেলার কুদওয়ানিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে তিন ‘জঙ্গি’ নিহত হয়েছেন। ভারতের সংবাদ মাধ্যমগুলোতে বলা হচ্ছে, রোববার সকালে প্রথমে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পাল্টা গুলিতে তারা নিহত হন।

শনিবার ‘সশস্ত্র জঙ্গিরা’ পুলিশকর্মী সালেম আহমেদ শাহকে অপহরণ করে। ওই পুলিশকর্মীর বাড়ি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তারক্ষীরা। তল্লাশি অভিযান চলাকালীন সেনাবাহিনীকে লক্ষ্য করে শুরু হয় পাথর নিক্ষেপ। এছাড়া সেনাবাহিনীর গাড়ি ঘিরেও বিক্ষোভ শুরু করে বেশ কয়েকজন।

পালটা জবাব দেয় সেনাবাহিনী। তল্লাশি অভিযান মুহূর্তের মধ্যেই রূপ নেয় গুলির লড়াই। গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হন। এছাড়া বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

আরএস/এমএস

আরও পড়ুন