ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইসরায়েলকে সতর্ক করল হামাস

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:০৩ পিএম, ২০ জুলাই ২০১৮

অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালানোর জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে বলে সতর্ক করেছে হামাস। বৃহস্পতিবার গাজায় ইসরায়েলি বিমান হামলায় এক ফিলিস্তিনি যোদ্ধা শহীদ হওয়ার পর হামাস এই হুঁশিয়ারি উচ্চারণ করল।

হামাসের তরফ থেকে বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে বলা হয়েছে, রাফা শহরের কাছে হামাসের সীমান্ত চৌকিতে ইসরায়েলি বিমান হামলা অত্যন্ত লজ্জাজনক অপরাধ এবং এর জবাব দেয়া হবে। ওই হামলায় আব্দুল করিম ইসমাইল রেদোয়ান নামে একজন যোদ্ধা শহীদ ও অপর তিন ফিলিস্তিনি যুবক আহত হন।

গাজা উপত্যকায় ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের বিক্ষোভে বিমান হামলা চালায় তেল আবিব। বিক্ষোভের মাধ্যমে ফিলিস্তিনি জনগণ তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার দেয়ার পাশাপাশি গাজা উপত্যকায় ইহুদিবাদীদের বর্বরোচিত আগ্রাসনের নিন্দা জানিয়েছে।

গত ৩০ মার্চ থেকে এ বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী ১৩৭ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ বিক্ষোভে নৃশংস হামলায় আহত হয়েছেন আরও প্রায় ১৫ হাজার মানুষ।

টিটিএন/এমএস

আরও পড়ুন