ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

চুরি করতে গিয়ে ‌‌‌‌‌‘আনন্দে’ নাচলো চোর

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:৪৭ পিএম, ২০ জুলাই ২০১৮

মার্কেটের ফাঁকা গলি দেখে আনন্দে ভরে গেল চোরের মন। সঙ্গে সঙ্গে শুরু করলেন কোমর দুলিয়ে নাচ। পরে তার সঙ্গে চুরির কাজে যোগ দেন দলের অন্য সদস্যরা।

সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে ভারতের রাজাধানী নয়া দিল্লিতে। সিসি ক্যামেরায় ধারন করা এ দৃশ্য ইতোমধ্যেই বিভিন্ন সামাজিক নেটওয়ার্কে ভাইরাল হয়ে গেছে।

ভিডিওতে দেখা যায়, নির্জন রাস্তা দেখে মনের আনন্দে হাত-পা ছড়িয়ে নাচছে এক চোর। অপর দুই সঙ্গী আসার পর সে রুমালে মুখ বাঁধে। তার পর তিনজন মিলে সামনের দোকানের শাটারের তালা ভাঙার কাজ শুরু করে।

পুলিশ জানিয়েছে, ঘটনার রাতে ওই দলটি গলির পাঁচটি দোকানে চুরি করে সর্বস্ব লুট করে নিয়ে যায়। চুরি বিদ্যায় তিনজনই বেশ পাকা। চুরির আগে রীতিমতো আশপাশ এলাকা রেকি করেছিল তারা।

এদিকে চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ হাতে পেলেও এখন পর্যন্ত চোরদের চিহ্নিত ও গ্রেফতার করতে পারেনি দিল্লির পুলিশ। সূত্র : এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল

এমএমজেড/পিআর

আরও পড়ুন