ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আইএসের বিরুদ্ধে লড়তে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৭:৫৬ এএম, ০৬ আগস্ট ২০১৫

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে লড়তে কুয়েতে ৪৫০ সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। কুয়েতে এক বছরের জন্য এসব সেনা সদস্য মোতায়েন করা হচ্ছে বলে বুধবার পেন্টাগন জানিয়েছে।

আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়তে এসব সেনা সদস্যের পেছনে তিন বিলিয়নেরও বেশি অর্থ ব্যয় হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে মঙ্গলবার যুক্তরাষ্ট্র সেনাবাহিনী আইএস জঙ্গিদের বিরুদ্ধে প্রথম ড্রোন হামলা চালিয়েছে বলে বুধবার নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্র আইএস জঙ্গিদের বিরুদ্ধে হামলা চালানোর জন্য গত মাসে তুরস্কের দুটি বিমান ঘাঁটি ব্যবহারের অনুমতি পাওয়ার পর এ ড্রোন হামলা চালানো হয়েছে।

পেন্টাগন মুখপাত্র নৌ বাহিনীর ক্যাপ্টেন এক ব্রিফিংয়ে বলেন, ভবিষ্যতে তুরস্কের বাইরেও আইএস জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলারও পরিকল্পনা আছে যুক্তরাষ্ট্রের।

এসআইএস/পিআর