ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

১৩৫ জনকে অপহরণ করেছে বোকো হারাম

প্রকাশিত: ০৭:১৫ এএম, ০৬ আগস্ট ২০১৫

ক্যামেরুনের উত্তরাঞ্চলে একটি গ্রামে হামলা চালিয়ে ১৩৫ জনকে অপহরণ করেছে বোকো হারাম জঙ্গিরা। পার্শ্ববর্তী দেশ নাইজেরিয়ার এ জঙ্গিরা এসময় অন্তত আটজনকে গুলি করে হত্যা করেছে। বুধবার দেশটির পুলিশ এবং স্থানীয় সূত্র এ তথ্য জানিয়েছে।

হামলার শিকার চাকামারির পার্শ্ববর্তী গ্রামের পর্যবেক্ষণকারী একটি সংগঠন জানায়, সোমবার ও মঙ্গলবার রাতভর হামলা চালিয়ে ১৩৫ জনকে অপহরণ করেছে বোকো হারাম জঙ্গিরা। এসময় তারা আটজনকে হত্যা করেছে। এদের মধ্যে ছয়জন পুরুষ ও দুইজন নারী।
 
এছাড়া মঙ্গলবার লেক চাদের কাছে অন্তত ৯ জেলেকে গুলি করে হত্যা করেছে বোকো হারাম। পুলিশের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সম্প্রতি ক্যামেরুনে পাঁচটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। আর এসব হামলার জন্য জঙ্গিরা নারী এবং মেয়েদের ব্যবহার করছে। ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত বোকো হারাম জঙ্গিদের হাতে অন্তত ১৫ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।

এসআইএস/পিআর