আইন হাতে তুলে নেওয়ার ক্ষমতা কারও নেই
গোরক্ষার নামে দেশের বিভিন্ন স্থানে বহুদিন ধরেই অরাজকতা চলছে। গোহত্যার অভিযোগে গণপিটুনিতে হত্যার ঘটনাও ঘটেছে। এর ওপর ভিত্তি করে মঙ্গলবার শীর্ষ আদালত জানিয়েছে, কোনো নাগরিকই আইন নিজের হাতে তুলে নিতে পারে না। এর জন্য সরকার আছে।
সুপ্রিম কোর্টের এক ঘোষণায় বলা হয়, আদেশ মেনে চলা ও জনতা কর্তৃক শাসনের হাত থেকে বাঁচানোর কাজ হল রাজ্য সরকারের।
ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্র বলেন, ভয় এবং অরাজকতার ক্ষেত্রে রাজ্যকে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে হয়। অহিংসাকে কোনোভাবেই অনুমোদন করা যায় না।
শীর্ষ আদালত এই হত্যা সংক্রান্ত বিষয়ের জন্য আলাদা করে আইন গঠন করার আবেদন জানিয়েছে সংসদের কাছে। এ বিষয়ে তুষার গান্ধী একটি মামলা দায়ের করে জানিয়েছেন যে, আদালত এই মামলা-সংক্রান্ত পূর্ববর্তী আদেশ জারি করেনি।
টিটিএন/পিআর