জাগুয়ারের কুমির শিকার (ভিডিও)
সাধারণত নদীতে পানি খেতে আসা বিভিন্ন প্রাণীকে টার্গেট করে শিকার করে কুমির। তবে এবার সেই কুমিরকেই শিকারে পরিণত হল। ব্রাজিলের গভীর জঙ্গলে একটি জাগুয়ারের কুমির শিকারের এমনই অবিশ্বাস্য দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে। আর ভিডিওটি ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, জঙ্গলের পাশে একটি জলাশয়। সেই জলাশয়ে সাঁতার কেটে এগিয়ে যাচ্ছে ক্ষুধার্ত একটি জাগুয়ার। সে সময় জলাশয়ের চরে রোদ পোহাচ্ছিল একটি কুমির। নিঃশব্দে কুমিরের দিকে এগিয়ে গেল জাগুয়ারটি। এরপর হঠাৎ লাফিয়ে পড়ে মারণ কামড় বসিয়ে দেয় কুমিরের ঘাড়ে। নিজে বাঁচানোর কোনো সুযোগই পায়নি কুমিরটি। পরে কুমিরটির ঘাড় কামড়ে ধরেই সাঁতারে পাড়ে উঠে যায় জাগুয়ারটি।
জাগুয়ারের কুমির শিকারের এই অবিশ্বাস্য ঘটনার ভিডিওটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও ফুটেজটি পাঁচ বছরের পুরনো বলে জানা গেছে।
এমবিআর/জেআইএম