আফগান মন্ত্রণালয়ের কাছে আত্মঘাতী হামলায় নিহত ৭
আফগানিস্তানের রাজধানী কাবুলে সরকারি ভবনের প্রবেশদ্বারে এক আত্মঘাতী হামলার ঘটনায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, সরকারি ভবনের কাছে এক আত্মঘাতী তার সঙ্গে থাকা বিস্ফোরকে বিস্ফোরণ ঘটায়।
রোববারের ওই হামলায় ১৫ জনের বেশি মানুষ আহত হয়েছে। গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন (এমআরআরডি) মন্ত্রণালয়ের কর্মীরা কাজ শেষে বেরিয়ে যাওয়ার সময় সন্ধ্যায় ওই হামলা চালানো হয়।
কাবুল পুলিশের মুখপাত্র হাসমত স্তানেকজাই জানিয়েছেন, আত্মঘাতী হামলার ঘটনায় হতাহতরা এমআরআরডি মন্ত্রণালয়ের স্টাফ।
এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। মাত্র এক মাস আগেও ওই মন্ত্রণালয় লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানো হয়। ওই হামলায় ১৩ জন নিহত এবং আরও ৩১ জন আহত হয়।
দু’সপ্তাহের কম সময়ে নানগর প্রদেশের রাজধানী জালালাবাদে তিনটি পৃথক হামলার ঘটনায় কমপক্ষে ৪১ জন নিহত হয়েছে।
টিটিএন/জেআইএম