ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

উদ্ধার হওয়া অংশটি নিখোঁজ মালয়েশীয় বিমানের

প্রকাশিত: ০৬:২০ পিএম, ০৫ আগস্ট ২০১৫

হারিয়ে যাওয়া এমএইচ৩৭০ মালয়েশীয় বিমানের উদ্ধার হওয়া অংশটি ওই বিমানের বলে নিশ্চিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। রাজাক বলেন, আন্তর্জাতিক বিমান বিশেজ্ঞরা পরীক্ষা করে এ বিষয়ে নিশ্চিত হয়েছেন যে এটি হারিয়ে যাওয়া মালয়েশিয়ার বিমানের অংশ। খবর বিবিসি

এর আগে, গত বুধবার (২৯ জুলাই) মালয়েশিয়ার এয়ারলাইন্সের রহস্যজনকভাবে নিখোঁজ এমএইচ৩৭০ বিমানের ধ্বংসাবশেষের একটি অংশ ভারত মহাসাগরের পশ্চিমে ফরাসি মালিকানাধীন রিইউনিয়ন দ্বীপের উপকূল থেকে উদ্ধার করা হয়।

তবে যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছিল বলে ধারণা করা হয় অংশটি পাওয়া গেছে তা থেকে ৪৫০০ মাইল দূরে। দুর্ঘটনার দিন রাডার থেকে উধাও হওয়ার আগে বিমানটির শেষ অবস্থান ছিল মালয়েশিয়ার পেনাং শহরের ২৩০ মাইল উত্তর-পশ্চিমে আন্দামান সাগরের ওপর।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ ২৩৯ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়েছিল বিমানটি। এটি দেশটির রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং যাচ্ছিল।

বিএ