ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ঋণের দায়ে একই পরিবারের ৬ জনের আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০১:৫৩ পিএম, ১৫ জুলাই ২০১৮

ঋণের দায়ে একটি পরিবারের ৬ জন আত্মহত্যা করেছেন। শনিবার রাতে মর্মান্তিক ওই ঘটনা ঘটেছে ভারতের ঝাড়খণ্ডের হাজারিবাগের খাজাঞ্চি তালাওয়ের একটি আবাসনে। রোববার প্রতিবেশীরা ঘটনা টের পেয়ে পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁস লাগানো অবস্থায় পাঁচটি মৃতদেহ উদ্ধার করে। আট বছরের এক কিশোরের মরেদেহ বাড়ির বাইরে নিচে পড়েছিল।

আত্মহত্যা করেছেন একই পরিবারের ৭০ বছর বয়সী মহাবীর মাহেশ্বরী, তার স্ত্রী ৬৫ বছরের কিরণ মাহেশ্বরী, তাদের ছেলে ৪০ বছর বয়সী নরেশ আগরওয়াল, ছেলের বউ ৩৮ বছরের প্রীতি আগরওয়াল, নাতনি ৬ বছরের অঞ্জলি আগরওয়াল। নাতি আমনের মরদেহ নিচে পড়েছিল।

ঘটনাস্থল থেকে তিনটি সুইসাইড নোট এবং একটি পাওয়ার অফ অ্যাটর্নি উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, সুইসাইড নোটে লেখা ছিল, দেনা শোধ করতে না পেরেই আত্মহত্যা করছেন সবাই। আমনের গলায় ফাঁস লাগানো সম্ভব হয়নি বলেই তারা তাকে ছাদ থেকে ছুড়ে ফেলে দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ওই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আগরওয়াল পরিবারের অন্যান্য আত্মীয়-পরিজন, বন্ধুবান্ধব এবং প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

টিটিএন/পিআর

আরও পড়ুন