ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:১৭ পিএম, ১৪ জুলাই ২০১৮

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় কয়েক দফা হামলা চালিয়েছে ইসরায়েলের বিমানবাহিনী। শনিবার দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়েছে, গাজা উপত্যকার কয়েকটি জায়গায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের অবস্থানে হামলা চালানো হয়। এর মধ্যে একটি সুড়ঙ্গ পথও রয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। তবে এসব হামলায় কী ধরনের ক্ষয়-ক্ষতি হয়েছে তা জানা যায়নি।

এদিকে, ইসরায়েলি হামলার পর গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে সাইরেন বাজানোর শব্দ শোনা যায়। ইসরায়েল দাবি করেছে, গাজা থেকে অন্তত ১৭টি রকেট কিংবা মর্টারের গোলা নিক্ষেপের জবাবে বিমান হামলা চালানো হয়।

ইসরায়েল বলছে, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম দিয়ে পাঁচটি রকেট ভূপাতিত করা হয় এবং একটি রকেট ইহুদি বসতিতে গিয়ে পড়ে।

গত এক দশক ধরে গাজার বিভিন্ন অংশে ইসরায়েলি বাহিনী দফায় দফায় হামলা চালিয়েছে। একইসঙ্গে গাজার ওপর কঠোর অবরোধ চাপিয়ে রেখেছে ইসরায়েল।

এসআইএস/জেআইএম

আরও পড়ুন