ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পাকিস্তানের কাছে ৩০টি অ্যাটাক হেলিকপ্টার বিক্রি করছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ১৩ জুলাই ২০১৮

পাকিস্তানের কাছে তুরস্কের তৈরি ৩০টি অ্যাটাক হেলিকপ্টার বিক্রি করতে চুক্তিতে পৌঁছেছে উভয় দেশ। এই চুক্তিকে তুরস্কের বৃহত্তম একক প্রতিরক্ষা অস্ত্র রফতানি বলা হচ্ছে।

শুক্রবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদসংস্থা আনাদোলু নিউজ অ্যাজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আনাদোলু বলছে, তুরস্কের অ্যাটাক হেলিকপ্টার টি১২৯ এটিএকে বিক্রির লক্ষ্যে তুরস্কের মহাকাশ শিল্প-প্রতিষ্ঠান (টিইউএসএএস) ও পাকিস্তান ডিফেন্স প্রোডাকশন মন্ত্রণালয়ের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।

অ্যাটাক হেলিকপ্টার বিক্রির পাশাপাশি খুচরা যন্ত্রাংশ, প্রশিক্ষণ ও গোলাবারুদ সরবরাহ করবে তুরস্ক। পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত এই চুক্তির মূল্য কত সেবিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি আনাদোলু।

তবে তুরস্কের অন্যান্য গণমাধ্যমগুলো বলছে, তুরস্কের সঙ্গে স্বাক্ষরিত পাকিস্তানের এই সামরিক অস্ত্র চুক্তির মূল্য প্রায় দেড়শ কোটি ডলার।

এসআইএস/পিআর

আরও পড়ুন