ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

দ্বীপে ভেসে আসা খণ্ডাংশ দুটির পরীক্ষা শুরু

প্রকাশিত: ০১:৫১ পিএম, ০৫ আগস্ট ২০১৫

ভারত মহাসাগরের দক্ষিণে ফান্সের মালিকানাধীন লা রিইউনিয়ন দ্বীপে ভেসে আসা খণ্ডাংশ দুটি নিখোঁজ মালয়েশীয় বোয়িং-৭৭৭ এর কিনা তা পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু হয়েছে। দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের তুলোসে বিশেষজ্ঞ সেনা ক্যাম্পে এই পরীক্ষার কাজ চলছে।

মালয়েশিয়া এবং অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞরাও তুলোসে এ পরীক্ষার কাজে অংশ নিয়েছেন। অস্ট্রেলিয়ার একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, খণ্ডাংশ দুটি নিখোঁজ মালয়েশীয় বিমানের কিনা তা পরীক্ষা-নিরীক্ষার পর এই সপ্তাহের মধ্যে বলা সম্ভব হবে।

এর আগে বুধবার লা রিইউনিয়ন দ্বীপে দুই মিটার দীর্ঘ (ছয় ফুট) একটি বস্তুর সন্ধান পায় স্থানীয়রা। পরে একই এলাকা থেকে আরো একটি খণ্ডাংশ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, ২০১৪ সালের ৮ মার্চ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরুর এক ঘণ্টা পর রাডার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ফ্লাইট এমএইচ ৩৭০। বিমানটিতে ১২ জন ক্রুসহ মোট ২৩৯ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে ১৫৩ জন ছিলেন চীনা নাগরিক।

এসআইএস/এমআরআই