ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

টুইটারে সবার চেয়ে এগিয়ে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:০২ এএম, ১১ জুলাই ২০১৮

টুইটারে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফলোয়ার বেশি। দ্বিতীয় অবস্থানে রয়েছেন খ্রিস্টানদের ধর্মগুরু পোপ। তিনে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বার্সন কহন অ্যান্ড উলফ (বিসিডব্লিউ) নামে একটি সংস্থার ‘টুইপলোম্যাসি’ সমীক্ষায় এ পরিসংখ্যান উঠে এসেছে।

সমীক্ষায় দেখা গেছে, পাঁচ কোটি ৩৩ লাখ টুইটার ফলোয়ার রয়েছে ট্রাম্পের। তার তুলনায় ৪৫ লাখ কম ফলোয়ার রয়েছে পোপের। আর তৃতীয় স্থানেই রয়েছেন নরেন্দ্র মোদি।

সমীক্ষা বলছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেয়ার পরই ট্রাম্পের ফলোয়ার সংখ্যা দ্বিগুণ বেড়ে গেছে। নরেন্দ্র মোদির তুলনায় প্রায় এক কোটি বেশি ফলোয়ার রয়েছে ট্রাম্পের।

লাইক আর রিটুইটের ক্ষেত্রেও রাষ্ট্রপ্রধানদের মধ্যে বেশ কয়েক ধাপ এগিয়ে রয়েছেন ট্রাম্প। গত কয়েক মাসে ট্রাম্পের টুইট নিয়ে ২৬ কোটি ৪৫ লক্ষ বার ‘ইন্টার‌্যাকশন’ হয়েছে।

ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মের টুইটার ফলোয়ার সবচেয়ে বেশি। ফলোয়ারের ভিত্তিতে এরপরই রয়েছে ব্রিটিশ রাজপরিবারের অ্যাকাউন্ট। এরপর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রর অফিসিয়াল অ্যাকাউন্টটি।

বিএ

আরও পড়ুন