তুরস্কে ট্রেন দুর্ঘটনায় নিহত ১০
তুরস্কে একটি যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৭০ জনের বেশি মানুষ। তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।
গ্রিস সীমান্তবর্তী এদিরনে থেকে ৩৬২ জন যাত্রী নিয়ে ট্রেনটি ইস্তাম্বুলে যাওয়ার পথে দুর্ঘটনা কবলিত হয়। দুর্ঘটনায় ট্রেনের পাঁচটি বগি তেকিরদাগ প্রদেশে লাইনচ্যুত হয়। পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ভারী বর্ষণ ও ভূমিধসের কারণে রেল লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ঘটনা ঘটেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব ইয়ুপ গুমুস জানিয়েছেন, দুর্ঘটনায় ১০ জন নিহত এবং আরও ৭৩ জন আহত হয়েছে।
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান স্বরাষ্ট্র ও পরিবহন মন্ত্রণালয় থেকে দুর্ঘটনার তথ্য জানার পর হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টিটিএন/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাষ্ট্রের নির্বাচনে বৃষ্টির বাগড়া, কমতে পারে ভোটার উপস্থিতি
- ২ হাসিনার আমলে গুম ২০০ লোকের খোঁজ মেলেনি: তদন্ত কমিশন
- ৩ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বাংলাদেশে কী প্রভাব পড়বে?
- ৪ যেসব অঙ্গরাজ্যে নির্ধারিত হবে ট্রাম্প-হ্যারিসের ভাগ্য
- ৫ যুক্তরাষ্ট্রে সহিংসতার শঙ্কায় বিভিন্ন রাজ্যে কড়া নিরাপত্তা