দিল্লিতে একই পরিবারের ১১ জনের মরদেহ উদ্ধার
ভারতের রাজধানী দিল্লির একটি বাড়িতে একই পরিবারের ১১ জন সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে দিল্লির বুরাতিতে এ ঘটনা ঘটে। মরদেহগুলোর মধ্যে ৭ জন নারীর এবং বাকি চারজন পুরুষ।
মৃতরা হলেন বয়স্ক একজন নারী, তার দুই ছেলে, দুই ছেলের স্ত্রী ও পাঁচ সন্তান এবং বয়স্ক ওই নারীর মেয়ে। বয়ঃবৃদ্ধ নারীর তৃতীয় ছেলে ছত্তিশগড়ের একজন সিভিল ইঞ্জিনিয়ার।
ইন্ডিয়া ট্যুডের প্রতিবেদনে বলা হয়, মৃতদের সবার চোখ বাঁধা ছিল এবং ঝুলন্ত ছিলেন। মৃতদের কয়েকজনের হাতও বাঁধা ছিল। পরিবারটির গুরুদুয়ারার কাছে একটি মুদির দোকান আছে এবং তারা ফার্নিচারের ব্যবসা চালাত। এক প্রতিবেশি তাদের এ অবস্থায় দেখে পুলিশকে খবর দিলে বিষয়টি জানাজানি হয়।
স্থানীয়রা বলছেন, শনিবার রাত পৌনে বারটার দিকে মুদি দোকানটি বন্ধ করা হয়। রোববার সকালে এক প্রতিবেশি দুধ কিনতে গেলে দোকানটি বন্ধ দেখতে পান। তবে দোকানের মালিকের বাড়ির গেট খোলা থাকায় তিনি বাড়িতে দোকানের মালিককে ডাকতে যান। এ সময় তিনি ওই পরিবারের ১১ জনকে ভেন্টিলেশনের তার দিয়ে ঝুঁলে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
এ ঘটনায় পুলিশ ওই জায়গার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছেন। পরিবার সদস্যদের সম্পর্কে বিস্তারিত জানতে মৃতদের আত্মীয়দের খবর দেয়া হচ্ছে। ঘটনাটি গণআত্মহত্যা নাকি খুন করে ঝুঁলিয়ে রাখা হয়েছে, পুলিশ সে বিষয়টি তদন্ত করে দেখছে।
এসআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার