শিলিগুড়িতে গুপ্তচর সন্দেহে এক বাংলাদেশি গ্রেফতার
ভারতের শিলিগুড়ির উত্তরকন্যা সংলগ্ন এলাকা থেকে গুপ্তচর সন্দেহে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে একটি মোবাইল এবং একাধিক সন্দেহজনক ফোন নম্বর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবারই ওই যুবককে জেলা আদালতে তোলা হয়।
গ্রেফতার হওয়া যুবকের নাম বাবু ইসলাম। তার বাড়ি বাংলাদেশের বরিশালে। বেশ কিছুদিন ধরেই সে অবৈধভাবে ভারতে অবস্থান করছিল বলে দাবি করেছে পুলিস। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে ফুলবাড়িতে উত্তরকন্যার কাছে অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। একটি বাড়ি থেকে বাবু ইসলামকে গ্রেফতার করা হয়।
পুলিস সূত্র জানিয়েছে, প্রায় ২ মাস আগে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসে বাবু। কলকাতার একটি ধর্মীয় স্থানে বেশ কয়েকদিন আশ্রয় নিয়েছিল। পরে সেখান থেকে কাশ্মিরেও যায় বেশ কয়েকবার। বাবু ইসলাম কোনও সংগঠনের হয়ে গুপ্তচরের কাজ করত কি না তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ির পুলিশ।
টিটিএন/এমএস