ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

এক ইঞ্চি ভূমিও ছাড় দেবে না চীন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০১:৪১ পিএম, ২৮ জুন ২০১৮

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার দিয়ে বলেছেন, পূর্ব চীন সাগর অঞ্চলে এক ইঞ্চি ভূমির প্রশ্নেও ছাড় দেবে না বেইজিং। সেখানে ওয়াশিংটনের সামরিক তৎপরতাও মোকাবেলা করা হবে। খবর পার্স ট্যুডে।

বুধবার বেইজিংয়ে সফররত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের সঙ্গে এক বৈঠকে এই সতর্কবাণী উচ্চারণ করেন চীনের প্রেসিডেন্ট। তিনি বলেন, আমরা আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া ভূমির এক ইঞ্চিও হারাব না। তবে অন্যের সম্পদে আমাদের বিন্দুমাত্র আগ্রহ নেই।

ম্যাটিসসহ অন্যান্য মার্কিন কর্মকর্তা বহুবার বিতর্কিত দক্ষিণ চীন সাগর অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক তৎপরতার সমালোচনা করেছেন।

ম্যাটিসের সঙ্গে সাক্ষাতে শি জিনপিং বলেন, বিশ্বে গণ্ডগোল বাধানোর কোনো ইচ্ছা চীনের একেবারেই নেই। কিন্তু নিজের সীমান্ত রক্ষার ক্ষেত্রে কোনো ছাড় দেবে না বেইজিং।

দক্ষিণ চীন সাগরকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ মনে করে বেইজিং। কিন্তু এই সাগরের কিছু অংশের ওপর মালিকানা দাবি করে ব্রুনাই, মালয়েশিয়া, ফিলিপাইন, তাইওয়ান ও ভিয়েতনাম। এই বিরোধে চীনা বিরোধী দেশগুলোর পক্ষ নিয়েছে যুক্তরাষ্ট্র।

দক্ষিণ চীন সাগরে চীন সরকার যেসব কৃত্রিম অবকাঠামো নির্মাণ করছে তাকে অনুপযুক্ত বলে অভিহিত করে থাকে ওয়াশিংটন। অন্যদিকে ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতিকে উসকানি হিসেবে দেখছে বেইজিং। গতমাসে দক্ষিণ চীন সাগরের একটি কৃত্রিম দ্বীপে জঙ্গিবিমান মোতায়েন করেছে চীনা সেনাবাহিনী। পাশাপাশি আরেকটি দ্বীপে মোতায়েন করা হয়েছে ক্ষেপণাস্ত্র।

টিটিএন/জেআইএম

আরও পড়ুন