ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

অন্তঃসত্ত্বা কি-না পোশাক খুলে পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:৪১ পিএম, ২৭ জুন ২০১৮

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের প্রদেশ আসামের গুয়াহাটি বিমানবন্দরে নিরাপত্তাবাহিনীর হাতে হয়রানির শিকার হয়েছেন এক অন্তঃসত্ত্বা নারী। তাকে পোশাক খুলে প্রমাণ দিতে হল, তিনি সত্যিই অন্তঃসত্ত্বা। গত ২৪ জুনগুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদোলয় আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে।

ওই নারী গুয়াহাটি থেকে নয়াদিল্লি ফিরছিলেন তার স্বামীর সঙ্গে। সেইসময়ই এই অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাকে।

এ ঘটনায় সবচেয়ে বিরক্তিকর যে বিষয়টি ঘটেছে সেটা হল, নারীকে পরীক্ষা কোনো চিকিৎসক করেননি। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফএ) এক নারী কর্মী পেট টিপে ওই নারী যাত্রীকে পরীক্ষা করেন। ওই নারী ২৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে জানিয়েছেন তার স্বামী।

মহিলার স্বামী বলেছেন, তিনি স্পাইস জেট কর্তৃপক্ষকে তার স্ত্রীর জন্য একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দিতে বলেছিলেন। কিন্তু হুইল চেয়ারতো দূরের কথা, সিআইএসএফ কর্মীরা তাদের বোর্ডিং পাসও দিতে চাননি।

তিনি বলেন, তার স্ত্রীকে বলা হয় আপনি যে সত্যিই অন্তঃসত্ত্বা তার প্রমাণ দিন। এরপর পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইটে করে জানান। এ ঘটনার পর তদন্তের আশ্বাস দিয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। এবিপি আনন্দ।

এসআইএস/এমএস

আরও পড়ুন