ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

কেট এখন পেশাদার স্কুবা!

প্রকাশিত: ০৫:১১ এএম, ০৪ আগস্ট ২০১৫

বিট্রিশ যুবরানির নামের পাশে যুক্ত হল আরও একটি নতুন পরিচয়। তিনি এখন থেকে একজন পেশাদার স্কুবা ডাইভার। সমুদ্রের গভীরে বিপজ্জনক বিচরণে তিনি দক্ষ। জীবনের ঝুঁকি নিয়ে এই শখেই মজেছেন যুবরানি কেট মিডলটন। তবে অবাক করার মতো বিষয় হচ্ছে ব্রিটেনের রাজপরিবারের কোনও মহিলা সদস্য এর আগে স্কুবা ডাইভিং-এর মতো বিপজ্জনক শখ ছিলো না। তবে সেই রীতি ভাঙলেন ডাচেস অফ কেমব্রিজ কেট মিডলটন। খবর ডেইলি মেইল।

দীর্ঘদিন ধরেই স্কুবা ডাইভিংয়ের ট্রেনিং নিচ্ছিলেন কেট। সম্প্রতি তিনি অ্যাডভান্সড ওপেন ওয়াটার ডাইভার পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছেন। স্কুবা ডাইভিং-এ এটাই সর্বোচ্চ পরীক্ষা। পাশ করতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পেশাদার স্কুবা ডাইভার হিসেবে মান্যতা দেওয়া হয়। ব্রিটিশ রাজবধু এখন পেশাদার স্কুবা ডাইভার!

কিংস্টন প্যালেস জানিয়েছে, যুবরানি কেট মিডলটন পেশাদার স্কুবা ডাইভারদের মতোই সমুদ্রের ৯৮ ফুট গভীরে অনায়াসে ডাইভ দিচ্ছেন।

রাজপরিবারের তরফে বলা হয়েছে, স্কুবা ডাইভিং খেলাটিকে খুবই ভালোবেসে ফেলেছেন ডাচেস অফ কেমব্রিজ। তিনি এখন স্কুবা ডাইভিং-এই মেতে রয়েছেন।

এএইচ/এমএস