ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

‘নারীর জন্য বিপজ্জনক সৌদি আরব ও আমেরিকা’

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ২৬ জুন ২০১৮

নারীদের জন্য সৌদি আরব ও যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থানগুলোর অন্যতম। নতুন এক জরিপে এ তথ্য উঠে এসেছে। বিশ্বের ৫০০ বিশেষজ্ঞ এই জরিপে অংশ নেন এবং তারা সৌদি আরবকে বিশ্বের পঞ্চম ও আমেরিকাকে ১০ম বিপজ্জনক স্থান বলে চিহ্নিত করেন।

নারী ইস্যুতে থমসন রয়টার্স ফাউন্ডেশন এই জরিপের আয়োজন করে। সোমবার প্রকাশিত এ জরিপে ভারত, আফগানিস্তান, সিরিয়া ও সোমালিয়া রয়েছে তালিকার শীর্ষে। তবে আমেরিকাকে নারী ও মানবাধিকার ইস্যুতে সোচ্চার দেখা গেলেও দেশটি নারীর জন্য সবচেয়ে ১০টি বিপজ্জনক দেশের অন্যতম।

আরও পড়ুন : নেতানিয়াহুর দ্বারে ব্রিটিশ প্রিন্স 

যদিও সৌদি আরব এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তবে নারীর অর্থনৈতিক প্রবেশাধিকার, কাজের স্থান ও সম্পত্তির অধিকারের বৈষম্যের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

এছাড়া, সাংস্কৃতিক ও ধর্মীয় চর্চার দিক দিয়ে সৌদি নারীরা যে ঝুঁকি মোকাবেলা করেন তাতে দেশটির অবস্থান পঞ্চম। গত শনিবার সৌদি নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর এ জরিপ প্রকাশ করা হলো।

এসআইএস/আরআইপি

আরও পড়ুন