নেতানিয়াহুর দ্বারে ব্রিটিশ প্রিন্স
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে স্বাক্ষাৎ করেছেন ব্রিটিশ যুবরাজ উইলিয়াম। নাৎসি হত্যাকাণ্ডে নিহত ৬০ লাখ ইহুদির স্মরণে নির্মিত স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদনের পর মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর বাসভবনে যান ব্রিটিশ প্রিন্স।
ব্রিটিশ রাজপরিবারের প্রথম সদস্য হিসেবে ইসরায়েল এবং ফিলিস্তিনি ভূখণ্ডে আনুষ্ঠানিক সফর করছেন উইলিয়াম। বেঞ্জামিনের বাসভবনে পৌঁছানোর পর সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা হয়। এসময় ইসরায়েলি প্রধানমন্ত্রীর সহধর্মীনি সারা উপস্থিত ছিলেন।
তবে এই সফরের ব্যাপারে কোনো ধরনের মন্তব্য করেননি উইলিয়াম এবং বেঞ্জামিন। মধ্যপ্রাচ্যে ঐতিহাসিক সফর করতে সোমবার সকালে তেলআবিবে পৌঁছান ব্রিটিশ প্রিন্স।
সূত্র : রয়টার্স।
এসআইএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাষ্ট্র সহায়তা বন্ধ করলে যুদ্ধে হারবে ইউক্রেন: জেলেনস্কি
- ২ কলকাতা পুলিশের একাংশ দুর্নীতিগ্রস্ত-অপরাধী: পশ্চিমবঙ্গের রাজ্যপাল
- ৩ কিয়েভে যুক্তরাষ্ট্রের কর্মী-নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ
- ৪ এবার কিয়েভে দূতাবাস বন্ধ করলো ইতালি-স্পেন-গ্রিস
- ৫ করিমগঞ্জ জেলার নাম বদলে শ্রীভূমি রাখলো আসাম সরকার