মেক্সিকোর এক শহরের সব পুলিশ আটক
মেক্সিকোর ওকামপো শহরের পুরো পুলিশ বাহিনীকে আটক করা হয়েছে। মেয়র পদের এক প্রার্থীকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে সন্দেহভাজন হিসেবে ওই পুলিশ সদস্যদের আটক করা হয়।
বৃহস্পতিবার ফারনেন্দো অ্যাঞ্জেলস জুয়ারেজ (৬৪) নামের এক মেয়র প্রার্থীকে গুলি করে হত্যা করে অজ্ঞাত বন্দুকধারীরা। আগামী জুলাইয়ের ১ তারিখে মেক্সিকোতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনকে কেন্দ্র করে এ পর্যন্ত একশোর বেশি রাজনীতিবিদ নিহত হয়েছেন।
পশ্চিমাঞ্চলীয় মিসোয়াসান রাজ্যে এক সপ্তাহে ফারনেন্দোসহ তিনজন রাজনীতিবিদ নিহত হয়েছেন। রোববার সকালে শহরের ২৭ পুলিশ কর্মকর্তা এবং স্থানীয় জননিরাপত্তা সচিবকে আটক করেছে ফেডারেল ফোর্স।
ফারনেন্দো একজন সফল ব্যবসায়ী ছিলেন। রাজনীতিতে তার আগে থেকেই কিছুটা অভিজ্ঞতাও ছিল। তার স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে দাঁড়ানোর কথা ছিল। তবে পরে তিনি মেক্সিকোর অন্যতম প্রধান কেন্দ্রীয় বামপন্থী ডেমোক্রেটিক রিভোল্যুশন (পিআরডি) দলে যোগ দেন।
টিটিএন/আরআইপি