ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সংঘর্ষে ইরানের সীমান্তরক্ষীবাহিনীর এক সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:৪০ পিএম, ২৪ জুন ২০১৮

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্তে কুর্দিদের সঙ্গে সংঘর্ষে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন। রোববার ভোরে ইরানের পিরানশাহার শহরের সীমান্তে এ ঘটনা ঘটেছে।

পিরানশাহার শহর থেকে ১১ কিলোমিটার দূরে অবস্থিত সীমান্তবর্তী একটি নিরাপত্তা চৌকির কাছে নিরাপত্তা বাহিনী এবং কুর্দিদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে হামলাকারীদের একজন নিহত হয় এবং বাকিরা ইরাকে পালিয়ে যায়।

ইরানি সংবাদসংস্থা ফার্স নিউজ অ্যাজেন্সি বলছে, সংঘর্ষে সেকেন্ড লেফটেন্যান্ট সাইয়্যেদ মোহাম্মদ হাশেমি নিহত হয়েছেন। এছাড়া সংঘর্ষে আহত একজনের অবস্থা আশঙ্কাজনক।

ইরাকের স্বায়ত্তশাষিত কুর্দিস্তান অঞ্চল থেকে কুর্দিরা কয়েক দফা ইরানের অভ্যন্তরে ঢুকে হামলা চালানোর চেষ্টা করছে। এ ব্যাপারে চলতি মাসের শুরুর দিকে আনুষ্ঠানিকভাবে কুর্দি কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে তেহরান।

গত ৬ মার্চ ইরাকের উত্তরাঞ্চলে একজন কুর্দি কমান্ডার নিহত হওয়ার পর থেকে ইরানের সীমান্ত চৌকিতে হামলা বেড়েছে।

এসআইএস/পিআর

আরও পড়ুন