ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভোট দিচ্ছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৩৭ এএম, ২৪ জুন ২০১৮

তুরস্কে প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট নির্বাচনে ভোট হচ্ছে। স্থানীয় সময় সকাল আটটায় ভোট শুরু হয়েছে। এই ভোট প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের জন্য একটি বড় পরীক্ষা। ভোটাররা আরও পাঁচ বছর মেয়াদে এরদোয়ানকে প্রেসিডেন্ট হিসেবে জয়ী করবেন কিনা সেটাই এখন দেখার অপেক্ষা।

বিগত কয়েক বছরে দেশটিতে নির্বাচনে এমন তীব্র লড়াই দেখা যায়নি। যদি এই ভোটে এরদোয়ান আবারও প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন তবে তিনি আরও নতুন শক্তি অর্জন করবেন।

তবে এই ভোটে প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে কেন্দ্রীয় বামপন্থী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) প্রার্থী মুহাররেম ইন্সের।

২০১৬ সালের জুলাই মাসে তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর থেকেই দেশটিতে জরুরি অবস্থা জারি রয়েছে। ২০১৯ সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এরদোয়ান প্রশাসনের সিদ্ধান্তে দেশটিতে আগাম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার এরদোয়ান এবং মুহাররেম দু'জনকেই বড় ধরনের নির্বাচনী সমাবেশে অংশ নিতে দেখা গেছে। শেষ দিনের ওই নির্বাচনী প্রচারণায় দু'জনই একে অপরকে দেশ পরিচালনায় অযোগ্য বলে উল্লেখ করেছেন।

টিটিএন/এমএস

আরও পড়ুন