ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ব্রাজিলে পাঁচ বছরে ১৫০০ আসামিকে হত্যা

প্রকাশিত: ১২:১৪ পিএম, ০৩ আগস্ট ২০১৫

গত পাঁচ বছরে ব্রাজিলে অন্তত দেড় হাজার লোককে দেশটির মিলিটারি পুলিশ অবৈধভাবে হত্যা করেছে। দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, রিও ডি জেনিরোতে মিলিটারি পুলিশের বিরুদ্ধে অবৈধ হত্যাকাণ্ডের তথ্য তাদের কাছে আছে। সন্দেহভাজন আসামিরা আত্মসমর্পনের পরও পুলিশ তাদেরকে গুলি করে হত্যা করেছে।

এ প্রতিবেদন প্রকাশের পর দেশটির মিলিটারি পুলিশ কোনো মন্তব্য করেনি। তবে এর আগে দেশটিতে পুলিশের অনেক কর্মকর্তা খুন হয়েছেন। ২০১৪ সালে শধুমাত্র রিও ডি জেনিরোতে ১১৪ পুলিশ কর্মকর্তা খুন হয়েছেন।

অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, গত পাঁচ বছরে ১৬ শতাংশ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে পুলিশের হাতে আটক থাকা অবস্থায়। এছাড়া ২০১২ সালে হত্যাকাণ্ডের শিকার আসামিদের ৫০ শতাংশের বয়স ১৫ থেকে ২৯ বছর। এদের মধ্যে ৭৭ শতাংশই ছিল কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের। এসব পুলিশি হত্যাকাণ্ডে কোনো তদন্ত হয় না বলে অ্যামনেস্টি জানায়।

এসআইএস/এমআরআই