ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক শুরু

প্রকাশিত: ০৮:০৫ এএম, ০৩ আগস্ট ২০১৫

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর শীর্ষ কর্মকর্তাদের বার্ষিক সম্মেলন সোমবার সকালে নয়াদিল্লিতে শুরু হয়েছে। নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ও ঐতিহাসিক স্থলসীমান্ত চুক্তির পর এটাই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তাদের প্রথম সম্মেলন।

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের নেতৃত্বে ২২ সদস্যের প্রতিনিধিদল সম্মেলনে অংশ নিয়েছেন। বৈঠকে সীমান্তবর্তী অঞ্চলের অপরাধপ্রবণতা, ভারতে জালনোট পাচার, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের কাজকর্ম, সীমান্তে মাদক চোরাচালান ঠেকানো, দুই দেশের সীমান্তে উন্নয়নমূলক কাজ, অনুপ্রবেশের সমস্যা ও নারী পাচার এবং দুই দেশের আস্থা বাড়ায় এমন বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবির যশোর, রংপুর ও চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার, বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক,বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশন এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়েছেন।

অন্যদিকে বিএসএফ মহাপরিচালক ডি কে পাঠকের নেতৃত্বে ২৪ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল সম্মেলনে প্রতিনিধিত্ব করছেন। নয়াদিল্লিতে সোমবার থেকে শুরু হওয়া এ সম্মেলন চলবে আগামী ৭ আগস্ট পর্যন্ত।

এসআইএস/এসকেডি/এমএস