ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

চাঁদ দেখা গেছে, আমিরাতে শুক্রবার ঈদ

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন | প্রকাশিত: ১০:৫৪ পিএম, ১৪ জুন ২০১৮

আজ (বৃহস্পতিবার) সংযুক্ত আরব আমিরাতের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

বৃহস্পতিবার আমিরাতের চাঁদ দেখা কমিটির বৈঠক থেকে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।

এদিকে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

আমিরাতজুড়ে ঈদ জামাতের সময়
আবুধাবি : ৫.৫০ (এএম) দুবাই : ৫:৪৫ (এএম) শারজাহ : ৫.৪৪ (এএম) আজমান : ৫.৪৩ (এএম) ফুজিরা : ৫.৩৯ (এএম) উম্মে আল কুইন : ৫.৪৩ (এএম) ও রাস আল খাইমা : ৫.৪১ (এএম)।

সংযুক্ত আরব আমিরাত ও দুবাইয়ের শাসক প্রধানমন্ত্রী, ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাক্তুম ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন দুবাই জাবিল মসজিদে।

আমিরাতে ঈদুল ফিতরের বড় জামাত অনুষ্ঠিত হয় শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে।

বিএ

আরও পড়ুন