ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বাসের চাকায় পিষ্ট হয়ে ৭ শিক্ষার্থীর মৃত্যু

মনিকা সাহা | প্রকাশিত: ১২:১৯ পিএম, ১১ জুন ২০১৮

ভারতের কনৌজের আগ্রা-লখনউ মহাসড়কে বাস দুর্ঘটনায় প্রাণ গেল সাত ছাত্রের। সোমবার সকালের দিকে উত্তরপ্রদেশের কনৌজ জেলার তালগ্রাম থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র বলছে, একটি ট্যুর বাসে করে ওই শিক্ষার্থীরা হরিদ্বারের উদ্দেশে যাত্রা শুরু করে। কিন্তু মাঝপথে বাসের ডিজেল ফুরিয়ে যাওয়ায় তারা বাস থেকে নেমে যায়। এসময় অন্য একটি বাস থেকে ডিজেল নেয়ার সিদ্ধান্ত নেন চালক।

ওই সময় দ্রুতগতিতে ছুটে আসা উত্তরপ্রদেশমুখী সড়কের একটি বাস ৯ ছাত্রকে পিষে দিয়ে পালিয়ে যায়। তাদের মধ্যে ৭ জনের প্রাণহানি ঘটেছে। বাকি দু’জনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃতদের ২ লাখ ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়ার কথা ঘোষণা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

নিহত শিক্ষার্থীদের প্রত্যেকের বয়স ২০ বছরের মধ্যে। বাসচাপায় সাত শিক্ষার্থীর প্রাণহানির ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে বাসটি নিয়ে পালিয়ে গেছেন বাসের চালক।

এসআইএস/জেআইএম

আরও পড়ুন