ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সৌদিতে আরও দুই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:৫৩ পিএম, ০৯ জুন ২০১৮

সৌদির ভূখণ্ড লক্ষ্য করে আরও দু'টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। শুক্রবার ওই ক্ষেপণাস্ত্র দু'টি নিক্ষেপ করা হয়।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইরান সমর্থিত হুথি মিলিশিয়াদের নিক্ষেপ করা দু'টি ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করেছে সৌদির প্রতিরক্ষা বাহিনী।

সৌদি জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল মালকি জানিয়েছেন, নিক্ষেপ করা দু'টি ক্ষেপণাস্ত্রের একটি লক্ষ্যবস্তুতে আক্রমণ চালাতে ব্যর্থ হয়ে ইয়েমেনের সা'দা প্রদেশে গিয়ে পড়েছে। অন্য ক্ষেপণাস্ত্রটি সৌদির একটি মরুভূমি অঞ্চলে গিয়ে পড়ে।

তিনি জানিয়েছেন, সৌদি আরবের নাজরান শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র দু'টি নিক্ষেপ করা হয়। এগুলো বেসামরিক জনবসতি লক্ষ্য করে নিক্ষেপ করা হয়।

টিটিএন/জেআইএম

আরও পড়ুন