মেঝে পরিষ্কার করলেন ডাচ প্রধানমন্ত্রী
সামাজিক মাধ্যমে রীতিমত ঝড় তুলেছেন নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটে। একজন প্রধানমন্ত্রী হয়েও মেঝেতে পড়ে থাকা কফি পরিস্কার করছিলেন তিনি। আর এই ঘটনা ইউটিউবে প্রকাশের পর থেকেই তা রীতিমত ভাইরাল হয় গেছে।
পার্লামেন্টে ঢোকার সময় কফির কাপ হাত ফস্কে মেঝেতে পড়ে যায়। মেঝেতে ছড়িয়ে পড়ে কফি। প্রধানমন্ত্রীর হাত থেকে কফি পড়ে গেছে দেখেই চারিদিক থেকে ছুটে আসেন পরিচ্ছনতাকর্মীরা।
কিন্তু সে সময় অন্যদের সুযোগ না দিয়ে নিজেই পড়ে থাকা কফির জায়গাটি পরিষ্কার করতে শুরু করে দেন প্রধানমন্ত্রী। নিজেই তুলে নেন মেঝেতে পড়ে থাকা কফির কাপ। হাসতে হাসতেই পরিষ্কারের কাজটি করে ফেলেন তিনি। টুইটারে ডাচ এক কূটনীতিক পুরো ঘটনার ভিডিও শেয়ারের পর থেকেই জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রী রুটে।
টিটিএন/আরআইপি