রোহিঙ্গা নির্যাতন তদন্তে মিয়ানমারকে সহায়তা করার আহ্বান জাতিসংঘের
মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতা চালানোর অভিযোগ তদন্ত করতে জাতিসংঘ বিশেষজ্ঞদের সহযোগিতা করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে নিরাপত্তা পরিষদ। সম্প্রতি এক চিঠিতে মিয়ানমারের প্রতি এ আহ্বান জানানো হয়।
গত আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে ব্যাপক সামরিক অভিযান শুরুর পর দেশটি থেকে কমপক্ষে ৭ লাখ রোহিঙ্গা মুসলিম পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। মিয়ানমারের এ সামরিক অভিযানকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জাতিসংঘ জাতিগত নিধন হিসেবে অভিহিত করেছে।
তবে মিয়ানমার সরকার রাখাইন রাজ্যে সামরিক অভিযান চলাকালে সেনা সদস্যদের ব্যাপক নির্যাতন চালানোর অভিযোগ প্রত্যাখান করেছে।
গত মে মাসের শুরুতে জাতিসংঘের প্রতিনিধিরা মিয়ানমার ও রাখাইন রাজ্য পরিদর্শনের পর নিরাপত্তা পরিষদ জানায় যে, দেশটির সরকার এমন অভিযোগ তদন্তের ব্যাপারে সম্মত হয়েছেন। তবে এক্ষেত্রে মানবাধিকার দফতরের মতো জাতিসংঘের বিভিন্ন সংস্থাকে নিযুক্ত করতে হবে।
ওদিকে গত ৩১ মে পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক গোষ্ঠীর সহযোগিতায় এ নৃশংসতার সব অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে সুস্পষ্ট পদক্ষেপ নিতে হবে।
এছাড়া মিয়ানমার সরকার জাতিসংঘ মানবাধিকার পরিষদের একটি তদন্ত মিশনকে রাখাইনে প্রবেশের সুযোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। তারা জাতিসংঘ মানবাধিকার বিশেষজ্ঞ ইয়ংহি লি’র কাজে বাধা দিয়েছে। সূত্র : এএফপি
এমএমজেড/এমএস