ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভারতে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

প্রকাশিত: ০৬:২০ এএম, ০১ অক্টোবর ২০১৪

ভারতের উত্তরপ্রদেশে দু’টি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ছয়জন নিহত ও ৪০ জন আহত হয়েছে। গোরাখপুর শহরের কাছে মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান অরুনেন্দ্র কুমার। তিনি বলেন, ‘এটাই চূড়ান্ত হতাহতের সংখ্যা নয়।’

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ট্রেন রুট পরিবর্তন করলে এ দুর্ঘটনা ঘটে। লখনৌ বাড়ুনি এক্সপ্রেস ও কৃষক এক্সপ্রেস ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে উভয় ট্রেনের একটি করে বগি বিচ্ছিন্ন হয়ে যায়।

এ ঘটনার পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আখিলেশ যাদব নিহতদের পরিবারপ্রতি দুই লাখ ও আহতদের পরিবারকে ৫০ হাজার রুপি করে সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন।

অপরদিকে রেলওয়ে কর্তৃপক্ষ প্রত্যেক নিহতের পরিবারকে ৫০ হাজার ও আহতদের পরিবারকে ২৫ হাজার রুপি করে সহায়তার দানের ঘোষণা দিয়েছে।