ইয়াকুবের ফাঁসির পর সুপ্রিমকোর্ট রেজিস্ট্রারের পদত্যাগ
মুম্বাই বোমা হামলার দায়ে অভিযুক্ত ইয়াকুব মেমনের ফাঁসি কার্যকরের পর পদত্যাগ করেছেন ভারতের সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার অনুপ সুরেন্দ্রনাথ। শনিবার পদত্যাগ করেছেন তিনি।
অনুপ সুরেন্দ্রনাথ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পদত্যাগের কারণ হিসেবে বলেন, মেমনের আবেদন খারিজ করার ক্ষেত্রে কয়েক ঘণ্টার মধ্যেই সুপ্রিম কোর্টের দুইটি আদেশ এ মামলায় শেষ কাজটি করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি এই আইনজীবী।
মুম্বাইয়ে ধারাবাহিক বোমা হামলার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইয়াকুব মেমনকে ৩০ জুলাই তার ৫৪তম জন্মদিনে নাগপুর কেন্দ্রীয় কারাগারে ফাঁসি দেওয়া হয়। ১৯৯৩ সালের ১২টি ধারাবাহিক বোমা হামলার ওই ঘটনায় ২৫৭ জন নিহত হয়। এছাড়া মারাত্মক আহত হয় অন্তত সাত শতাধিক লোক।
এর আগে সদ্য মৃত্যুদণ্ড কার্যকর করা আসামি ইয়াকুব মেমন নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, ভাইয়ের পাপের শাস্তি আমি পেলাম। মেননের আইনজীবী অনিল গেদামের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এ তথ্য জানায়।
উল্লেখ্য, ১৯৯৩ সালের মুম্বাই হামলার হোতা আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম ও ইয়াকুবের ভাই টাইগার মেমন ঘটনার পর থেকেই পলাতক আছেন। দাউদের ঘনিষ্ঠ সহযোগী ছোটা শাকিল দেশটির গণমাধ্যমে দেয়া এক সাক্ষাতকারে এজন্য ভারতকে সমূচিত জবাবের হুমকি দিয়েছেন।
এসআইএস/পিআর