ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

কাবুলে ধর্মীয় সমাবেশে আত্মঘাতী হামলায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ০৪ জুন ২০১৮

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী হামলার ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, কাবুলের পলিটেকনিক ইউনিভার্সিটির কাছে একটি শিবিরে ধর্মীয় সমাবেশে জড়ো হওয়া মুসলিম নেতা এবং বেশ কয়েকজন শিক্ষার্থীর ওপর ওই হামলা চালানো হয়।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিস জানিয়েছেন, কাবুলে সোমবারের ওই হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

তিনি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারের কাছে পায়ে হেঁটে এসেই হামলা চালায় আত্মঘাতীরা। আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহেদ মাজরুহ জানিয়েছেন, কমপক্ষে ১২ জন আহতকে জরুরি ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে দেশটিতে প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে থাকে তালেবান সংগঠন। সমাবেশ শেষ হওয়ার পর সবাই ফিরে যাচ্ছিলেন এমন সময় সেখানে হামলা চালানো হয়।

টিটিএন/এমএস

আরও পড়ুন