‘নরকে যাও’ : জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞকে দুতার্তে
ফিলিপাইনের বিচার বিভাগের স্বাধীনতা হুমকির মুখে বলে মন্তব্য করে দেশটির প্রেসিডেন্টে রদ্রিগো দুতার্তের তোপের মুখে পড়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এক বিশেষজ্ঞ। অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক না গলানোর পরামর্শ দিয়ে জাতিসংঘের এই কর্মকর্তার উদ্দেশে দুতার্তে বলেছেন, ‘নরকে যাও।’
গত মাসে সরকারবিরোধী এক প্রস্তাবে ফিলিপাইনের প্রধান বিচারপতি মারিয়া লোরদেস ভোট দেন। পরে দেশটির সুপ্রিম কোর্ট লোরদেসের নিয়োগে আইন লঙ্ঘন করা হয়েছে বলে উল্লেখ করে তাকে অপসারণের পক্ষে ভোট দেয়। প্রধানবিচারপতিকে দেশের শত্রু বলে মন্তব্য করেন দুতার্তে।
আরও পড়ুন : ৮০টি প্লাস্টিক ব্যাগ খেয়ে মারা গেল তিমি
‘তার এই অপসারণের মাধ্যমে দেশটির সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতি ও বিচার বিভাগের অন্য সদস্যদের কাছে ভীতিকর বার্তা দেয়া হচ্ছে’- বলে মন্তব্য করেন জাতিসংঘের আইনজীবী ও বিচারপতি স্বাধীনতাবিষয়ক বিশেষ দূত ডিয়েগো গার্সিয়া-সায়ান।
শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে দুতার্তে বলেন, আমার দেশের ব্যাপারে তাকে হস্তক্ষেপ না করতে বলেন। তিনি নরকে যেতে পারেন। দক্ষিণ কোরিয়ায় সরকারি সফরে যাওয়ার আগে এ সংবাদ সম্মেলন করেন দুতার্তে।
আন্তর্জাতিক চাপ ও তাকে ঘিরে সমালোচকদের বিতর্ককে বুড়ো আঙুল দেখানোর জন্য পরিচিত ফিলিপাইনের স্পষ্টভাষী এ নেতা।
সূত্র : রয়টার্স।
এসআইএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাষ্ট্রের নির্বাচনে বৃষ্টির বাগড়া, কমতে পারে ভোটার উপস্থিতি
- ২ হাসিনার আমলে গুম ২০০ লোকের খোঁজ মেলেনি: তদন্ত কমিশন
- ৩ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বাংলাদেশে কী প্রভাব পড়বে?
- ৪ যেসব অঙ্গরাজ্যে নির্ধারিত হবে ট্রাম্প-হ্যারিসের ভাগ্য
- ৫ যুক্তরাষ্ট্রে সহিংসতার শঙ্কায় বিভিন্ন রাজ্যে কড়া নিরাপত্তা