ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

নিজের চরিত্র তুলে ধরেছেন ট্রাম্প : আসাদ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:৪৫ এএম, ৩১ মে ২০১৮

গত মাসে এক বিবৃতিতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে পশু বলে উল্লেখ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি রাশিয়া ট্যুডেকে দেয়া এক সাক্ষাতকারে ট্রাম্পের ওই মন্তব্যের প্রসঙ্গ তুলে আসাদ বলেন, মার্কিন প্রেসিডেন্টকে তিনি কোনো নাম দেননি।

আসাদ আরও বলেন, এগুলো আমার ভাষা না। আমি এ ধরনের ভাষা ব্যবহার করতে পারি না। এগুলো তার ভাষা। এসব ভাষা তাকেই প্রতিনিধিত্ব করে।

আসাদের মতে, মার্কিন প্রেসিডেন্ট পশু আসাদ বলে উক্তি করার মাধ্যমে নিজের চরিত্র তুলে ধরেছেন। তিনি বলেন, আমি মনে করি এক্ষেত্রে একটি মূলতত্ত্ব রয়েছে। আপনি নিজে যে চরিত্রের অধিকারী সেটি দিয়েই অন্যকে যাচাই করবেন। তিনি নিজে যা তা দিয়েই তিনি আমাকে বোঝাতে চেয়েছেন এবং এটাই স্বাভাবিক। কিন্তু এ ধরনের ভাষা ও বাক্য প্রয়োগ করে বাস্তবতাকে আড়াল করা যায় না।

গত মাসে এক টুইট বার্তায় ট্রাম্প সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে রাসায়নিক হামলার জন্য রাশিয়া ও ইরানকে দায়ী করে বলেন, রাশিয়া ও ইরান পশু আসাদকে পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য দায়ী এবং এজন্য তাদেরকে চড়া মূল্য দিতে হবে। ট্রাম্পের ওই মন্তব্যের বিষয়ে এই প্রথম সিরিয়ার প্রেসিডেন্ট তার প্রতিক্রিয়া জানালেন।

টিটিএন/আরআইপি

আরও পড়ুন