সর্বদলীয় বৈঠক ব্যর্থ, অচল ভারতের পার্লামেন্ট!
অচলাবস্থা কাটছে না ভারতের পার্লামেন্টের। চলতি বর্ষাকালীন অধিবেশনে এখন পর্যন্ত একদিনও কাজ হয়নি। সর্বশেষ গতকাল শুক্রবারও প্রায় কোনো কাজই হয়নি সংসদের দুই কক্ষে। ফলে সরকার এবং বিরোধীদের অনড় অবস্থানের কারণে দেশটির গণতন্ত্র যেন স্তব্ধ হয়ে পড়েছে। সংসদকে সচল করতে প্রধানমন্ত্রী মোদী সরকার আজ (শনিবার) আবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন। তবে শুক্রবার স্পিকারের উদ্যোগে ডাকা সর্বদলীয় বৈঠক ব্যর্থ হয়। গত প্রায় দুই সপ্তাহ ধরে পার্লামেন্ট অচল হয়ে পড়েছে। খবর এনডিটিভি।
ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে কালামের মৃত্যুর কারণে স্থগিত করা পার্লামেন্টের লোকসভার অধিবেশন তিন দিন পর শুক্রবার সকাল ১১টায় শুরু হয়। স্পিকার সুমিত্রা মহাজন সংসদের অধিবেশন চালানোর সর্বোচ্চ চেষ্টা করেন। কিন্তু কংগ্রেস এমপি সংসদে প্ল্যাকার্ড প্রদর্শন করেন যাতে দাবি করা হয়, সাবেক আইপিএল প্রধান ললিত মোদী ইস্যুতে সুষমা স্বরাজের ভূমিকায় প্রধানমন্ত্রী মোদীকে পার্লামেন্টে বিবৃতি দিতে হবে।
সোনিয়া গান্ধীকে কটাক্ষ, স্পিকারে সর্বদলীয় বৈঠক, সকল দলের সঙ্গে বৈঠকের আশ্বাস এতকিছুর পরও সংসদ চলার ইঙ্গিত মিলেনি। বরং আজও সংসদ চলতে দেয়া হবে না বলে জানিয়ে কংগ্রেসের মল্লিকার্জুন খার্গে বলেছেন, অতীতে বিজেপি যেভাবে বিরোধিতা করে সংসদ অচল করে এসেছিল, আমরাও সেই পথ নিয়েছি।
এএইচ/এমএস