ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ায় মোদি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:২৮ পিএম, ২১ মে ২০১৮

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে দেশটিতে সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার রাশিয়ার কৃষ্ণসাগরের উপকূলীয় সোচি শহরে পৌঁছেছেন মোদি।

দুই দেশের রাষ্ট্রনেতার মধ্যে অনানুষ্ঠানিক এ বৈঠকে ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ারসহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

নরেন্দ্র মোদির কার্যালয়ের কর্মকর্তারা বলেছেন, বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বিশ্বাসকে এককেন্দ্রমুখী করাই অনানুষ্ঠানিক এই বৈঠকের উদ্দেশ্য।

তারা বলেছেন, অ্যাজেন্ডাবিহীন আলোচনার জন্য দুই নেতা প্রায় চার থেকে ছয় ঘণ্টা ধরে বৈঠক করবেন। তবে এতে দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা খুব কম হতে পারে।

এর আগে রোববার ভারতের এই প্রধানমন্ত্রী একব টুইট বার্তায় বলেন, “রাশিয়ার বন্ধুত্বপূর্ণ জনগণকে শুভেচ্ছা। সোমবার সোচি সফর ও প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকের জন্য মুখিয়ে আছি।”

পুতিনের সঙ্গে আলোচনায় রাশিয়া-ভারত বিশেষ এবং কৌশলগত অংশীদারিত্ব আরো জোরদার হবে বলে টুইট বার্তায় আশা প্রকাশ করেন তিনি।

এসআইএস/এমএস

আরও পড়ুন