ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বিরোধীদের অভিযোগের মধ্যেই ফের নির্বাচিত মাদুরো

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৪১ এএম, ২১ মে ২০১৮

ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় মেয়াদে জয়ী হয়েছেন নিকোলাস মাদুরো। তার জয়ী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইলেক্টোরাল কাউন্সিল। বিরোধী জোট নির্বাচন বর্জন করেছে এবং নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনেছে। এতসব অভিযোগের মধ্যেই নতুন করে নির্বাচনে জয়ী হয়ে আবারও প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করছেন মাদুরো। খবর বিবিসি।

প্রধান বিরোধী প্রার্থী হেনরি ফ্যালকন ভোটের ফলাফল প্রত্যাহার করেছেন। তিনি এই নির্বাচনকে বাতিল বলে ঘোষণা করেছেন।

এক বিবৃতিতে হেনরি বলেন, আমরা এই নির্বাচন প্রক্রিয়াকে বৈধ বলে স্বীকার করতে পারি না। ভেনেজুয়েলায় নতুন করে নির্বাচন হওয়া দরকার।

ন্যাশনাল ইলেক্টোরাল কাউন্সিলের প্রধান তিবিসেই লুসেনা এক ঘোষণায় জানিয়েছেন, ৯০ শতাংশের বেশি ভোট গণনা হয়েছে। এর মধ্যে মাদুরো পেয়েছেন ৬৭ দশমকি ৭ ভাগ ভোট। তিনি জানিয়েছেন, ফ্যালকন পেয়েছেন ২১ দশমিক ২ ভাগ ভোট।

এর আগে অভিযোগ করে ফ্যালকন বলেন, মাদুরো ভোট জালিয়াতি করেছে। তবে সরকারি কর্মকর্তারা বলছেন, ভোট অবাধ এবং স্বাধীন হয়েছে। তবে অধিকাংশ বিরোধী দলই ভোট বর্জন করেছে।

আগামী ডিসেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু মাদুরো সরকার নির্ধারিত সময়ের আগেই প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করে।

টিটিএন/পিআর

আরও পড়ুন