গো-হত্যার অভিযোগে মধ্যপ্রদেশে একজনকে পিটিয়ে হত্যা
মধ্যপ্রদেশের সাতনা জেলায় গো-হত্যার অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। বুধবার রাতে একদল লোককে আটক করা হয়। ওই লোকদের হাতে লাঠি এবং পাথর দেখে গ্রামবাসী সন্দেহ করে যে তারা গো-হত্যা করেছে।
তাই গ্রামবাসী ওই লোকদের ওপর চড়াও হয়। তাদের মারধর করা হয়। ঘটনাস্থলেই রিয়াজ (৪৫) নামের একজনের মৃত্যু হয়। অপরদিকে, তার বন্ধু শাকিল (৩৩) গুরুতর আহত হয়েছে। তাদের মারধর করার পর লোকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মধ্যপ্রদেশে দু'দিনের সফরে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তার সফরকে কেন্দ্র করে ওই প্রদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাতনা এলাকাতেও তার যাওয়ার কথা রয়েছে।
ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা রাজেস হিঙ্গানকার জানিয়েছেন, ওই হত্যাকাণ্ডের ঘটনায় চার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। একটি ষাঁড়ের মৃতদেহ এবং আরও দু'টি প্রাণীর মাংস রাখা দুটি ব্যাগ উদ্ধার করা হয়েছে।
টিটিএন/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার